এইমাত্র পাওয়া খবর :
Home » , » আমন্ত্রনে ভারত যাচ্ছে এলআরবি

আমন্ত্রনে ভারত যাচ্ছে এলআরবি

Written By Unknown on ২৭ নভেম্বর ২০১৩ | বুধবার, নভেম্বর ২৭, ২০১৩

Search Engine Optimization

আমাদের দেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত গোষ্ঠী এলআরবি সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ক ভারতীয় কাউন্সিলের আমন্ত্রণ ও সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় সঙ্গীত উৎসবে যোগ দিচ্ছে।

ভারতে মঙ্গলবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত  উৎসবটি চলবে। বরাবরই এ ধরনের আয়োজনে এলআরবি দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্মেন্স করেন।

এ দেশের গণ্ডির বাইরে এলআরবি একাধিক দেশে জনপ্রিয়। বিশেষ করে এলআরবির পাশাপাশি সাউথ এশিয়ান ব্যান্ড ফেস্টিভ্যালে আরও যোগ দিচ্ছে ‘পারদিস’ (আফগানিস্তান), জেডএনজি (ভুটান), বেয়ার ফেসড লায়ার (ভারত), দ্য রগু দিক্ষীত প্রজেক্ট (ভারত), ইমানস কসনপিরেসি (মালদ্বীপ), অ্যারবেট্রস (নেপাল), স্ট্রিংস (পাকিস্তান), স্টিগমাতা (শ্রীলঙ্কা)।



Share this post :
 
Auto Scroll Stop Scroll