এইমাত্র পাওয়া খবর :
Home » , » মল্লিকা ব্যাচেলরদের জন্য গুরুত্ত্বপুর্ণ পরামর্শ দিলেন

মল্লিকা ব্যাচেলরদের জন্য গুরুত্ত্বপুর্ণ পরামর্শ দিলেন

Written By Unknown on ১০ নভেম্বর ২০১৩ | রবিবার, নভেম্বর ১০, ২০১৩

Search Engine Optimization

ব্যাচেলর ছেলেদের উদ্দেশ্যে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত বলেছেন, ‘শুধু দেহ নয়, আমার হৃদয়টাকেও দেখো। তাহলেই বুঝবে পর্দার চুম্বন দৃশ্য ছাড়াও আমার জীবনে আরও অনেক কিছু আছে।’

একটি সাধারণ মেয়ে ছিলেন মল্লিকা। সাধারণ জীবন যাপন করতেন, হারিয়ে যেতেন মানুষের ভিড়ে। এরপরও জীবনে বেশি কিছু চাইতেন তিনি। এই ছোট্ট নাগরিক জীবন থেকে অনেক দূর যাওয়ার গভীর স্বপ্ন ছিল তার, যদিও পিতৃতান্ত্রিক সমাজে তা মোটেও সহজ ছিলনা। তবু তিনি তার গণ্ডি থেকে বেরিয়েছেন। স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। শুধু সুন্দর চেহারাই নয় বর্তমানে শক্তিশালী একটা অবস্থানও আছে তার। অসাধারণ অনেক কিছুই অর্জন করেছেন।

মল্লিকা বলেছেন, ‘আমি হয়তো আকর্ষণীয় নই কিন্তু কেউ আমাকে কোনদিন প্রত্যাখ্যান করেনি। সম্মান, জনপ্রিয়তা, টাকা সব থাকা সত্ত্বেও অন্যান্য ভারতীয় নারীর মতো আমিও একটা অপূর্ণতা উপলব্ধি করি। আমি অনেকের দেখা পেয়েছি যারা আমাকে পাওয়ার জন্য আকাশের চাঁদ পর্যন্ত এনে দিতে পারতো। কিন্তু আমি চাই এমন একজন যে আমাকে বুঝবে এবং সত্যিকার অর্থেই ভালোবাসবে।







Share this post :
 
Auto Scroll Stop Scroll