এইমাত্র পাওয়া খবর :
Home » , » সালমান খানের মেন্টাল

সালমান খানের মেন্টাল

Written By Unknown on ০৯ নভেম্বর ২০১৩ | শনিবার, নভেম্বর ০৯, ২০১৩

Search Engine Optimization

সালমান খান এখন পুরোদস্তুর ব্যস্ত সময় কাটাচ্ছেন নতুন ছবি ‘মেন্টাল’-এর শুটিংয়ে। সম্পূর্ণ অ্যাকশন ঘরানার এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন ‘বিগ বস সিজন খ্যাত সানা খান।

এই ছবিতে সালমানের চরিত্রের নাম ‘রাধে’। মজার বিষয় হলো অনেকেই ‘মেন্টাল’ ছবিকে ‘ওয়ান্টেড’-এর সিক্যুয়েল হিসেবেই ধারণা করছেন। কেননা, ‘ওয়ান্টেড’-এ সালমান খান একজন আন্ডারকভার পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং নাম ছিল রাধে। উল্লেখ্য, ছবিটি আগামী বছরের ২৪ জানুয়ারি মুক্তি পাবে।



Share this post :
 
Auto Scroll Stop Scroll