নিজেকে ঝালিয়ে নিতে চট্টগ্রামে চলতি সিজেকেএস টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন সাকিব।
এই টুর্নামেন্ট খেলতে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নভোএয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন বাঁহাতি অল-রাউন্ডার।
বুধবার এফএমসি শিপ ইয়ার্ডের হয়ে মাঠে নামবেন দেশ সেরা এই ক্রিকেটার। পাইরেটস অব চিটাগাংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবেন তিনি।
প্রথম ম্যাচ শেষে শিপ ইয়ার্ডের পরের ম্যাচটি ৩০ নভেম্বর। পাইরেটসের বিপক্ষে খেলা শেষে একদিনের জন্য আবারও ঢাকায় ফিরবেন সাকিব। তার দলে খেলবেন নাজমুস সাদাত, আসিফ আহম্মেদ রাতুল সহ ঢাকা লিগের বেশ কিছু ক্রিকেটার।
সিজেকেএস করপোরেট টি-টোয়েন্টি খেলার বিষয়ে সাকিব জানান,”বেশ কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলাম। আসলে আমি মাঠে ফেরার জন্য অপেক্ষায় ছিলাম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর শরীর অনেক দুর্বল ছিল, তবে আমি এই মুহূর্তে বেশ ভালো আছি। আশা করি পূর্ণ ছন্দে খেলতে পারব। চট্টগ্রামে টুর্নামেন্টের সবকটি ম্যাচই খেলার ইচ্ছে রয়েছে।”

