এইমাত্র পাওয়া খবর :
Home » , , » রিজভীকে দেখতে নয়াপল্টনে খালেদা জিয়া

রিজভীকে দেখতে নয়াপল্টনে খালেদা জিয়া

Written By Unknown on ২০ নভেম্বর ২০১৩ | বুধবার, নভেম্বর ২০, ২০১৩



search engine optimization


বঙ্গভবন থেকে গুলশান ফেরার পথে কেন্দ্রীয় কার্যালয়ে ‘অবরুদ্ধ' দলের যুগ্ম-মহাসচিব এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান। পরে রিজভী কার্যালয় থেকে নিচে নেম আসলে বেগম জিয়া তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

খালেদা জিয়া সেখানে ৫ মিনিট অবস্থান করেন। এসময় বিএনপি ও অঙ্গ-সংগঠরে বেশকিছু নেতাকর্মী সেখানে ছিলেন। পরে বেগম জিয়া গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। রাত ৮টা ২০ মিনিটে তিনি নিজ কার্যালয়ে পৌঁছান।

২১ অক্টোবরও বেগম জিয়া যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে রিজভীর জন্য নির্ধারিত কক্ষেই কিছুক্ষণ অবস্থান করেন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর থেকে রিজভীকে কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রেখেছে পুলিশ। ওই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার জন্য দুঃসাহসিক অভিযান চালান দপ্তরের দায়িত্বে নিয়োজিত এই যুগ্ম-মহাসচিব। আটক এড়াতে আগের দিন প্রেসক্লাবে রাতযাপন করেন রিজভী। পরদিন সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির এ নেতা।
Share this post :
 
Auto Scroll Stop Scroll