এইমাত্র পাওয়া খবর :
Home » , » মিয়ানমার থেকে চাল আমদানি শুরু

মিয়ানমার থেকে চাল আমদানি শুরু

Written By Unknown on ২৪ নভেম্বর ২০১৩ | রবিবার, নভেম্বর ২৪, ২০১৩

search engine optimization
 
 
 
 
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় পেঁয়াজ ও সুপারি আমদানীর পর এবার চাল আমদানি শুরু হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকালে ১৭৫ মেট্রিক টন  চাল নিয়ে দু’টি ট্রলার টেকনাফ স্থল বন্দর জেটিতে ভিড়েন। চালের দাম কমার আশা করা হলেও তা বাস্তবে কতটুকু প্রভাব পড়বে এ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
টেকনাফ স্থল বন্দর কর্তৃপক্ষ জানান, দুইটি আমদানিকারক প্রতিষ্টান যথাক্রমে বিসমিল¬াহ এন্টারপ্রাইজ ও ছৈয়দ এন্টারপ্রাইজ চাল গুলো আমদানি করেন মিয়ানমার থেকে।
প্রসংগত, সাম্প্রতিক সময়ে সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে চাল আমদানির এটাই প্রথম চালান বলে জানা গেছে। ইতোমপূর্বে টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় পেঁয়াজ ও সুপারি আমদানী করা হয়েছিল।
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় পেঁয়াজ ও সুপারি আমদানীর পর এবার চাল আমদানি শুরু হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকালে ১৭৫ মেট্রিক টন  চাল নিয়ে দু’টি ট্রলার টেকনাফ স্থল বন্দর জেটিতে ভিড়েন। চালের দাম কমার আশা করা হলেও তা বাস্তবে কতটুকু প্রভাব পড়বে এ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
টেকনাফ স্থল বন্দর কর্তৃপক্ষ জানান, দুইটি আমদানিকারক প্রতিষ্টান যথাক্রমে বিসমিল¬াহ এন্টারপ্রাইজ ও ছৈয়দ এন্টারপ্রাইজ চাল গুলো আমদানি করেন মিয়ানমার থেকে।
প্রসংগত, সাম্প্রতিক সময়ে সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে চাল আমদানির এটাই প্রথম চালান বলে জানা গেছে। ইতোমপূর্বে টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় পেঁয়াজ ও সুপারি আমদানী করা হয়েছিল। - See more at: http://www.banglanews.com.bd/index.php/national/item/2479-2013-11-23-15-48-10#sthash.9vheGthp.dpuf
Share this post :
 
Auto Scroll Stop Scroll