সরকার ২ টাকার বিদ্যুৎ উৎপাদনে ১৮ টাকা খরচ করছে’ বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
তিনি বলেছেন, ‘সরকার রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারতের ব্যবসা বৃদ্ধি করার জন্য। যে বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ২ টাকা তারা সে বিদ্যুৎ উৎপাদন করছেন ১৮ টাকা দিয়ে।’বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় তেল-গ্যাস খনিজ সম্পদ রক্ষা ও বিদ্যুৎ-বন্দর রক্ষার জাতীয় কমিটি ‘সংশোধিত পিএসসি ২০১২ বাতিল ও সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সরকারি অপতৎপরতা বন্ধের’ দাবিতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "সরকার বলছে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তাহলে এখন আমাদের দেখাতে হবে ১০ হাজার বিদ্যুৎ উৎপাদনে কত খরচ হয়েছে ও বাংলাদেশ কী পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়লো।"

