এইমাত্র পাওয়া খবর :
Home » , » ওবামার জনপ্রিয়তায় ধস নেমেছে

ওবামার জনপ্রিয়তায় ধস নেমেছে

Written By Unknown on ১৩ নভেম্বর ২০১৩ | বুধবার, নভেম্বর ১৩, ২০১৩

Search Engine Optimization
ওবামা



কর্মকাণ্ডের বিরোধিতা এখন ৫৪ শতাংশেরও বেশি মার্কিন নাগরিকের,  আর তার সিদ্ধান্তের ওপর সমর্থন আছে মাত্র ৩৯ শতাংশ!

অথচ, গত ১ অক্টোবরে প্রকাশিত এক জরিপে দেখা যায়, ওবামার জনসমর্থন আছে ৪৫ শতাংশ, আর তার কর্মকাণ্ডের ওপর বেজার ৪৯ শতাংশ মার্কিন নাগরিক।

জরিপ বলছে, সিদ্ধান্ত গ্রহণে ক্রমাগত ব্যর্থতার কারণে দ্রুতই কমে চলেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টের; মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কিন্নিপিয়্যাক ইউনিভার্সিটির একটি জরিপের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম জনপ্রিয়তায় এমন ধস নামলো ওবামার।

প্রতিবেদনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ আমেরিকান নাগরিকরা প্রথম বারের মতো ওবামাকে ‘অসৎ ও অবিশ্বাসযোগ্য’ বলে মনে করছেন।কিন্নিপিয়্যাক ইউনিভার্সিটির জরিপে বলা হয়, অজনপ্রিয়তার দিক থেকে ইরাক, আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ বাধানো রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পর্যায়ে নেমে এসেছেন ওবামা।

জরিপে বলা হয়, ওবামার কোনো সিদ্ধান্তে সমর্থন দিচ্ছেন মাত্র ৩৯ শতাংশ মার্কিন নাগরিক, অন্যদিকে তার সিদ্ধান্তের ওপর নাখোশ ৫৪ শতাংশেরও বেশি মানুষ।প্রকাশিত প্রতিবেদনের জরিপে বলা হচ্ছে, স্বাস্থ্যবিল ইস্যু ও সাম্প্রতিক শাটডাউনই (সরকারি সেবাখাতের কার্যক্রম ১৭ দিন বন্ধ থাকা) ওবামার জনপ্রিয়তাকে এমন ‘ডাউন’ করে দিয়েছে।

কিন্নিপিয়্যাক ইউনিভার্সিটি’র ‘পোলিং ইনস্টিটিউট’র অ্যাসিসট্যান্ট ডিরেক্টর টিম ম্যালয় বলেন, সব নতুন প্রেসিডেন্টের মতোই প্রেসিডেন্ট ওবামাও আমেরিকান ভোটারদের ৫০ শতাংশেরও বেশি সমর্থন নিয়ে ফুরফুরে মেজাজে রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু এই প্রথম বারের মতো তার সমর্থন ৪০ শতাংশেরও নিচে নেমে এলো। তিনি ক্রমেই আমেরিকানদের অনাস্থার পাত্র হয়ে যাওয়ায় এমনটি ঘটেছে।

জরিপে জানানো হয়, প্রেসিডেন্ট ওবামার প্রতি নারী ভোটারদেরও সমর্থন কমেছে উল্লেখযোগ্য হারে। মাত্র ৪১ শতাংশ নারী ওবামার সিদ্ধান্তের সমর্থন করেন, আর ৫১ শতাংশ ‍নারীই তার সিদ্ধান্তের বিরোধী।গত ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রের নিবন্ধিত দুই হাজার ৫৪৫ ভোটারের ওপর এই জরিপ চালানো হয়।


Share this post :
 
Auto Scroll Stop Scroll