ভারতে শিক্ষিকাদের উপস্থিতিতে চলন্ত ট্রেনের মধ্যে ৯৩ ছাত্রীকে যৌন হয়রানি
করা হয়েছে।
প্রায় চার ঘণ্টা ধরে ছাত্রীদের হয়রানি করা হলেও এর প্রতিবাদে কেউ এগিয়ে আসেনি। রবিবার ট্রেনটি পাটনা থেকে ধনবাদ আসার সময় এই ঘটনা ঘটে। পরিবেশ বিষয়ক এক ক্যাম্প থেকে ছাত্রীরা ফিরছিল।
প্রায় চার ঘণ্টা ধরে ছাত্রীদের হয়রানি করা হলেও এর প্রতিবাদে কেউ এগিয়ে আসেনি। রবিবার ট্রেনটি পাটনা থেকে ধনবাদ আসার সময় এই ঘটনা ঘটে। পরিবেশ বিষয়ক এক ক্যাম্প থেকে ছাত্রীরা ফিরছিল।
রবিবার রাত ১০টায় ছাত্রীদের ওই গ্রুপটি গঙ্গা দামোদর এক্সপ্রেসের কামরায় ওঠার পর দেখে তাদের জন্য রাখা সিটগুলোয় অন্য লোক বসে আছে। ওই ব্যক্তিরা নিজেদের রেলওয়ে নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী বলে দাবি করে। ছাত্রীরা রেলপুলিশের হস্তক্ষেপ চাইলে পুলিশ জানায়, তারা সেখান থেকে এমনি এমনিই উঠে যাবে। তবে ওই ব্যক্তিরা সেই আসন ছাড়বে না বলে জানায়।
সাড়ে ১১টার পর ট্রেনটি পাটনা স্টেশন ছাড়ার পর আসন দখল করে থাকা ব্যক্তিরা ওই ছাত্রীদের যৌন হয়রানি করা শুরু করে। শিক্ষিকারা ঘটনার প্রতিবাদ জানালে তারা চরম অপমানের স্বীকার হন। ওই সময় এই ঘটনার প্রতিবাদে কেউ এগিয়ে আসেনি। শিক্ষিকাদের চড়-থাপ্পড় দেওয়া হয় বলে এক ছাত্রী জানায়।
নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, সময়টা ছিল দুঃস্বপ্নের মতো। আমি আর জীবনে ট্রেনে ভ্রমণ করবো না। আমরা সারা রাস্তা দাঁড়িয়ে ছিলাম আর ওই লোকগুলো আমাদের আজেবাজে কথা বলছিল। তারা বারবার পেছন থেকে ধাক্কা মারছিল।
