দিনাজপুরে ফুলবাড়ী স্টেশনে একতা এক্সপ্রেস ও সীমান্ত এক্সপ্রেস নামের যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়।গতকাল রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় দুটি ট্রেনের চারটি বগি ও দুটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর একতা এক্সপ্রেস ফুলবাড়ী স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় সীমান্ত এক্সপ্রেস নামের ট্রেনটি সিগন্যাল ভুল করে ঢুকে পড়লে একতা এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে নেয়া শুরু করেছে। দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা সহকারী স্টেশন মাস্টার অব্দুল হামিদ ও পয়েন্টসম্যান ইউনুসসহ ফুলবাড়ী স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারী পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
