এইমাত্র পাওয়া খবর :
Home » , » অবৈধ প্রেম

অবৈধ প্রেম

Written By Unknown on ০৯ জানুয়ারি ২০১৪ | বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০১৪

Search Engine Optimization
অবৈধ প্রেমের কারনে জীবনটাই নষ্ট হয়ে যায়। প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে অনেক ছেলে মেয়ে আত্মহত্যাও করে। একটু চিন্তা করে বলুন তো! যে প্রেম- বন্ধু বান্ধবদের মাঝে বিরোধ সৃষ্টি করে, যে প্রেম মহা মূল্যবান জীবন ধবংস করে, যে প্রেম আত্মহত্যা করতে উদ্ধুদ্ধ করে- সে প্রেম কি কোন সুস্থ মস্তিস্কের মানুষ করতে পারে? না পারে না কখনোই না। চোখের সামনে এসব লোমহর্ষক ঘটনা দেখেও, পত্র পত্রিকা ও বই পুস্তকে এত শিনীয় ঘটনা পাঠ করেও, এত ওয়াজ-নসিয়ত ও উপদেশের পরেও যে সব ছেলে-মেয়ে প্রেম করে তাদের ব্যাপারে নির্দ্বিদায় বলা যায়, তাদের জ্ঞানের কমতি আছে, বুদ্ধির অভাব আছে। অথবা বলা যায়, তাদের চেতনা শক্তি ও বুদ্ধি বিবেক লোপ পেয়েছে।

তাই ভয়ংকর এ পথে কেউ পা বাড়াবেন না। কারন এ পথ দেখতে বড় মসৃণ হলেও বাস্তবে তা ভয়াবহ কন্টকাকীর্ণ। আল্লাহ যেন আমাদের সবাইকে অবৈধ প্রেম ভালবাসার কবল থেকে হেফাজত করেন।



Share this post :
 
Auto Scroll Stop Scroll