অবৈধ প্রেমের কারনে জীবনটাই নষ্ট হয়ে যায়। প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে অনেক ছেলে মেয়ে আত্মহত্যাও করে। একটু চিন্তা করে বলুন তো! যে প্রেম- বন্ধু বান্ধবদের মাঝে বিরোধ সৃষ্টি করে, যে প্রেম মহা মূল্যবান জীবন ধবংস করে, যে প্রেম আত্মহত্যা করতে উদ্ধুদ্ধ করে- সে প্রেম কি কোন সুস্থ মস্তিস্কের মানুষ করতে পারে? না পারে না কখনোই না। চোখের সামনে এসব লোমহর্ষক ঘটনা দেখেও, পত্র পত্রিকা ও বই পুস্তকে এত শিনীয় ঘটনা পাঠ করেও, এত ওয়াজ-নসিয়ত ও উপদেশের পরেও যে সব ছেলে-মেয়ে প্রেম করে তাদের ব্যাপারে নির্দ্বিদায় বলা যায়, তাদের জ্ঞানের কমতি আছে, বুদ্ধির অভাব আছে। অথবা বলা যায়, তাদের চেতনা শক্তি ও বুদ্ধি বিবেক লোপ পেয়েছে।
তাই ভয়ংকর এ পথে কেউ পা বাড়াবেন না। কারন এ পথ দেখতে বড় মসৃণ হলেও বাস্তবে তা ভয়াবহ কন্টকাকীর্ণ। আল্লাহ যেন আমাদের সবাইকে অবৈধ প্রেম ভালবাসার কবল থেকে হেফাজত করেন।
অবৈধ প্রেম
Written By Unknown on ০৯ জানুয়ারি ২০১৪ | বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০১৪
Labels:
ফেসবুক বার্তা,
Facebook News

