এইমাত্র পাওয়া খবর :
Home » , » ৩০টি কেন্দ্রে মাত্র তিনটি ভোট

৩০টি কেন্দ্রে মাত্র তিনটি ভোট

Written By Unknown on ০৫ জানুয়ারি ২০১৪ | রবিবার, জানুয়ারি ০৫, ২০১৪

Search Engine Optimization

ঝিনাইদহ শহরের ৩০টি কেন্দ্রে সকাল থেকে মাত্র তিনটি ভোট পড়েছে। আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত শহরের ওয়াজির আলী হাইস্কুল কেন্দ্রে একটি ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে দুইটি ভোট পড়েছে। বাকী চারটি কক্ষে কোনো ভোট পড়েনি।

শহরের সরকারী উচ্চ বালক বিদ্যালয়, ওয়াজির আলী, আরাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আরাপপুর নিউ একাডেমি কেন্দ্র ঘুরে ২/১ জন ভোটারের উপস্থিতি পাওয়া গেছে। এদিকে জেলার চারটি সংসদীয় আসনে মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিনাকুণ্ডু উপজেলায় ভোট শুরু হলেও ভোটারদের উপস্থিতি কম। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান জানান, বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে পারে।
এদিকে জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে প্রশাসন। স্থগিত হওয়া কেন্দ্রেগুলোর মধ্যে রয়েছে মহেশপুর উপজেলার নওদাপাড়া, সামন্তা, রামচন্দ্রপুর, কোলা ও গাড়াবাড়িয়া এবং কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া ও বলাবাড়িয়া কেন্দ্রে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নাসিমা বেগম ও কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দেব প্রসাদ ভোট গ্রহন স্থগিতের তথ্য নিশ্চিত করেন।






Share this post :
 
Auto Scroll Stop Scroll