বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় বলেছেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে পরের দিন রোববার সকাল ৬টা থেকে পুনরায় দেশজুড়ে অবরোধ চলবে।
বিভিন্ন মামলায় শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার এবং অজ্ঞাতবাসের মধ্যে ওসমান ফারুক সম্প্রতি জোটের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে আসছেন।এরমধ্যে দুদিন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন বিএনপির ভাইস চেয়ারপারসন সেলিমা রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। পরে তাদের দুজনকেই গ্রেফতার করা হয়।
দশম সংসদে নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে ১ জানুয়ারি থেকে টানা অবরোধ ডাকে ১৮ দল। এরমধ্যে ৫ জানুয়ারি ভোটের দিন হরতালও ডাকে তারা।বিরোধী দলের বর্জন এবং ঠেকানোর হুমকির মধ্যেই ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে এর মধ্যে সহিংসতায় অন্তত ২১ জন নিহত হন, অগ্নিসংযোগ হয় শতাধিক ভোটকেন্দ্রে।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত ১৮ দল ভোট হয়ে যাওয়ার পর তা বাতিলের দাবিতে অবরোধ অব্যাহত রাখে।


