এইমাত্র পাওয়া খবর :
Home » , » আগামীকাল বাণিজ্য মেলা

আগামীকাল বাণিজ্য মেলা

Written By Unknown on ১০ জানুয়ারি ২০১৪ | শুক্রবার, জানুয়ারি ১০, ২০১৪

Search Engine Optimization

প্রতিবার নতুন বছরের প্রথম দিনে উদ্বোধন হলেও এবার রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে কাল শনিবার উদ্বোধন হচ্ছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৪। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেলা উদ্বোধন করার কথা রয়েছে। ইতিমধ্যে স্টল ও প্যাভিলিয়নের প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এবং বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠন এ মেলায় অংশ নেয়। 

এবার মেলায় মোট ৪৮৪ স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ করার কথা ছিল। তবে ১০ থেকে ১২টি স্টল বরাদ্দ হয়নি। বেশ কয়েকটি নামকরা প্রতিষ্ঠান এবার মেলায় অংশ নিচ্ছে না। আর কিছু প্রতিষ্ঠান আংশিক টাকা পরিশোধ করায় সেগুলোর জন্য বরাদ্দ স্টলে কাজ শুরু হয়নি।

সরেজমিন শেরেবাংলা নগরের মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলার মূল কাঠামো, প্যাভিলিয়ন ও স্টলগুলো তৈরির কাজ সম্পন্ন হয়েছে। স্টল ও প্যাভেলিয়নের সাজসজ্জার কাজও শেষ। এদিকে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে পাকিস্তানের স্টল বরাদ্দ বাতিলের আবেদন করা হলেও বাণিজ্য মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি। এসব দেশের প্রতিষ্ঠানগুলো স্টল নির্মাণের কাজও শেষ করেছে।

ইপিবির উপপরিচালক ও মেলার সদস্য সচিব ডা. বিকর্ণ ঘোষ জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মেলায় সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য পর্যাপ্তসংখ্যক আনসার, পুলিশ ও র‌্যাব নিয়োজিত থাকবে। দর্শনার্থীদের কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে তা দেখা হবে।



Share this post :
 
Auto Scroll Stop Scroll