বাংলাদেশের সদ্য সম্পন্ন নির্বাচনে জনমতের প্রতিফলন হয়নি জানিয়ে যত দ্রুত সম্ভব নতুন করে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলগুলোকে অবিলম্বে সংলাপের বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মেরি হার্ফ এ আহ্বান জানান।
বিবৃবিতে বলা হয়, বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র হতাশ। অর্ধেকেরও বেশি আসনে কোনো ভোটগ্রহণ করা হয়নি এবং বাকিগুলোতে প্রতিদ্বন্দ্বী ছিল নামমাত্র।
সদ্য সম্পন্ন হওয়া নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জনগণের বিশ্বাসযোগ্য মতপ্রকাশের কোনো প্রতিফলন হয়নি বলে এতে উল্লেখ করা হয়।বিবৃতিতে বলা হয়,যখন এটা দেখার বিষয় যে নতুন সরকার কোন ধরনের হয়, এরপরেও বাংলাদেশের জনগণকে সমর্থনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।সর্বোপরি, বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয় যত দ্রুত সম্ভব এমন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের উপায় খুঁজতে আমরা বাংলাদেশ সরকার এবং বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
এতে আরো বলা হয়, চলমান রাজনৈতিক অচলাবস্থায় অব্যাহত সব ধরনের সহিংসতা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। রাজনৈতিক প্রক্রিয়ায় সহিংসতা গ্রহণযোগ্য উপাদান নয়। আমরা সবাইকে নতুন করে সহিংসতা সৃষ্টি থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক নৈতৃত্ব এবং যারা নেতৃত্ব দিতে আগ্রাহী, তাদেরকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং সহিংসতায় সমর্থন ও উস্কানি দেয়া থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানি দেয়া এবং ভয়ভীতি প্রদর্শন বন্ধে সামর্থ্যের সবটুকু কাজে লাগাতে হবে।এতে বলা হয়, নিজেদের শক্তিশালী গণতান্ত্রিক ঐতিহ্য নিয়ে যেভাবে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে চায়,তারই অংশ হিসেবে সামনের দিনগুলোতে সকল নাগরিকের নিজেদের স্বাধীনভাবে রাজনৈতিক মতপ্রকাশের রাজনৈতিক ক্ষেত্র নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাই।
একইভাবে এই রাজনৈতিক ক্ষেত্রটি শান্তিপূর্ণ এবং দায়িত্বশীলভাবে ব্যবহারে বিরোধী দলের প্রতি জোর আহ্বান জানাই এবং সবপক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানাই যা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে পড়ে না এবং এটি অবশ্যই দ্রুত বন্ধ করতে হবে।
দ্রুত নতুন নির্বাচনের জন্য সংলাপে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের
Written By Unknown on ০৭ জানুয়ারি ২০১৪ | মঙ্গলবার, জানুয়ারি ০৭, ২০১৪
Labels:
আর্ন্তজাতিক,
International

