প্রহসনের নির্বাচন বাতিলের দাবি ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। একই সঙ্গে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিও অব্যাহত থাকবে।
রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক তার গুলশানের বাসায় এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, দেশের জনগণ এ প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হত্যা, নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালাচ্ছে।একদলীয় এ নির্বাচন মৃত সরকারকে হিমাঘরে পাঠিয়েছে মন্তব্য করে সরকারের পদত্যাগ দাবি করেন ওসমান ফারুক।
তিনি বলেন, অবিলম্বের প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংলাপ প্রক্রিয়া শুরুর দাবিও জানান তিনি।

