যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত সোমবার ফ্লোরিডার ওয়েস্ট পামবিচ এলাকায় গাড়ি খাদে পড়ে নিহত হন তাহসিন তাঞ্জিল মালেক সিজান নামে ২৬ বছর বয়সী এক বাংলাদেশি যুবক। তার আগের রাতে নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় নিজের বাড়ির কাছেই দ্রুতগামী একটি জিপের চাকায় পিষ্ট হন ৩৮ বছর বয়সী গৃহিনী মোসাম্মৎ খাতুন।
স্থানীয় পুলিশ জানায়, নিউ ইয়র্ক সিটির ১৬৯ স্ট্রিট ও হাইল্যান্ড এভিনিউ এলাকায় প্রচণ্ড কুয়াশার মধ্যে ওই দুর্ঘটনা ঘটে। জিপের চালক বুঝতেই পারেননি যে সামনে কেউ আছে।
দুর্ঘটনার পর ওই তরুণী চালকই পুলিশকে খবর দেন এবং পুলিশ না আসা পর্যন্ত সেখানেই অবস্থান করেন বলে তদন্তকারী কর্মকর্তা জানান।
মোসাম্মৎ খাতুন চার বছর বয়েসী একটি ছেলে রেখে গেছেন।এদিকে জর্জিয়ার আটলান্টার বাসিন্দা সিজান দুর্ঘটনায় পড়েন ফ্লোরিডায় বাবার সঙ্গে দেখা করতে গিয়ে। তার বাবা এম এ মালেক একজন ব্যবসায়ী বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।সিজানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশে খাদে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
Written By Unknown on ০৯ জানুয়ারি ২০১৪ | বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০১৪
Labels:
আর্ন্তজাতিক,
International


