এইমাত্র পাওয়া খবর :
Home » , » ১৩ হাজার কেজি সোনার মালিক

১৩ হাজার কেজি সোনার মালিক

Written By Unknown on ১৩ নভেম্বর ২০১৩ | বুধবার, নভেম্বর ১৩, ২০১৩

Search Engine Optimization



চোরাচালান ছাড়াও বিভিন্নভাবে উদ্ধারকৃত এসব সোনা জমা রাখা হয় বাংলাদেশ ব্যাংকে।

কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সী বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এখন আছে মোট সাড়ে ১৩ হাজার কেজি সোনা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ হাজার ৬শ কোটি টাকা।সাড়ে ১৩ হাজার কেজি স্বর্ণের মধ্যে ব্যাংক অব ইংল্যান্ড এবং এইচএসবিসি’র সদর দপ্তরে জামা আছে সাড়ে ১২ হাজার কেজি। বাকিটা জমা আছে বাংলাদেশ ব্যাংকের কারেন্সী বিভাগে।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, ক্রয় ও গ্রাহকদের সোনা আমানত হিসেবে রিজার্ভে জমা থাকলেও মোট রিজার্ভের সিংহভাগই চোরাকারবারিদের কাছ থেকে উদ্ধার করা। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকও অন্যান্য দেশ থেকে সোনা কিনে থাকে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ম. মাহফুজুর রহমান রাইজিংবিডিকে বলেন, চোরাচালান বা অবৈধ পথে আসা স্বর্ণ উদ্ধার করে কেন্দ্রীয় বাংকে রাখা হয়। আর প্রতিবেদন পাঠানো হয় আদালতে। আদালতে যদি তা অবৈধ প্রমাণিত হয় তখন তার মালিক হয় সরকার।তিনি জানান, সরকারের প্রয়োজন হলে টেন্ডারের মাধ্যমে রিজার্ভে থাকা সোনা বিক্রির ব্যবস্থা করা হয়। তবে এসব কার্যক্রম বাংলাদেশ ব্যাংক পরিচালনা করলেও টাকা সরকারের কোষাগারে চলে যায় বলে জানান মাহফুজুর রহমান।


Share this post :
 
Auto Scroll Stop Scroll