এবার চুরি আর মাদক রাখার দায়ে শ্রীঘরে যেতে হয়েছে ব্যাটম্যানকে। তাও আবার যেই সে ব্যাটম্যান নয়। তিনি আবার আরেক সুপারহিরো সুপারম্যানেরও ছেলে।
আসলে মূল বিষয়টি হচ্ছে, সিঙ্গাপুরের ২৩ বছর বয়সী এক তরুণ বেশ কিছুদিন ধরে ফেসবুকে ‘ব্যাটম্যান বিন সুপারম্যান’ নামে একটি অ্যাকাউন্ট তৈরি করে। যার অর্থ মালয়ী ভাষায় সুপারম্যানের ছেলে ব্যাটম্যান।
এই অ্যাকাউন্ট থেকে ওই তরুণ একটি গ্রুপও চালাতেন। ক্রমেই তিনি ফেসবুকে জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু বাদ সাধে তার লোভ ও মাদকাসক্ততা। সম্প্রতি ওই তরুণ তার ভাইয়ের ক্রেডিট কার্ড জালিয়াতি ও মাদক ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
গত সোমবার তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত ব্যাটম্যান নামধারী ওই তরুণকে দু বছরের কারাদণ্ড দেয়। ওই তরুণের বিরুদ্ধে তার ভাইয়ের মালিকানাধীন পশ্চিম সিঙ্গাপুরে অবস্থিত একটি অফিসে অবৈধভাবে ঢুকে টাকা ও কোকেন চুরির অভিযোগ আনা হয়েছে।
সুপারম্যানের ছেলে ব্যাটম্যান এথন জেলে
Written By Unknown on ১৩ নভেম্বর ২০১৩ | বুধবার, নভেম্বর ১৩, ২০১৩
Labels:
ফেসবুক বার্তা,
Facebook News

