এইমাত্র পাওয়া খবর :
Home » , » সুন্দরী নারীরাই পুরুষের স্বাস্থ্যহানীর মূল কারণ

সুন্দরী নারীরাই পুরুষের স্বাস্থ্যহানীর মূল কারণ

Written By Unknown on ০৮ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ০৮, ২০১৩

Search Engine Optimization


সম্প্রতি ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়রে একটি নতুন গবেষণার তথ্য অনুযায়ী বলা হয়, কোন সুন্দর মহিলা কাছাকাছি আসলে পুরুষদের করটিসল নামক হরমোনের উৎপন্নের মাত্রা বাড়িয়ে দেয় (যে হরমোন শারীরিক ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে)।

যেসব পুরুষ কোন সুন্দরী নারীর সাক্ষাতের পর তাদের সঙ্গ পাওয়া অনিশ্চিত বলে মনে করেন সেই ক্ষেত্রে পুরুষদের দেহে এই হরমন নিঃষ্কাশনের প্রতিক্রয়া আরো বেড়ে যায়। যা পুরুষের শারীরিক বা মানসিক চাপকে উদ্বীপিত করে  হৃদরোগ, ডায়াবেটিস, ইরেক্টিল ডিসফাংসন, ক্লিনিকাল বিষণ্নতা এবং উচ্চ রক্তচাপের মতো রোগের কারণ হতে পারে।

বিজ্ঞানীরা ৮৪ জন ছেলে শিক্ষার্থীর ওপর এই গবেষণা চালান। এখানে একটি কক্ষে দুজন করে ছাত্রকে সুডোকু মেলাতে বলা হয়।



কক্ষটিতে তাদের সঙ্গে একজন সুন্দরী তরুণী এবং একজন তরুণকে স্বেচ্ছাসেবক হিসেবে পাঠানো হয়। এ দুজনই ছাত্রদের নিকট ছিল অপরিচিত। বিজ্ঞানীরা বলছেন, যখন মেয়েটি স্বেচ্ছাসেবক ছেলেটিকে রেখে ক্ষক থেকে বেরিয়ে যায় তখন ঐ দুই ছাত্রের করটিসল মাত্রা স্থির ছিল। কিন্তু ছেলেটি যখন তরুণীকে রেখে বের হয় তখন ছাত্র দুজনের করটিসল বৃদ্ধি পেতে থাকে। গবেষণাটি থেকে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসেন যে, কোনো সুন্দরী ও মোহনীয় নারীর কাছাকাছি এলে অধিকাংশ পুরুষের মধ্যে ঐ নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সুযোগ এসেছে এমন ধারণার সৃষ্টি হতে পারে।

Search Engine Optimization

বিজ্ঞানীরা বলছেন, আকর্ষণীয় নারীদের সঙ্গে পাঁচ মিনিটের সংক্ষিপ্ত সাক্ষাতে পুরুষদেহে করটিসল বেড়ে যেতে পারে।


অল্প মাত্রায় বাড়লে করটিসল সতর্কতা সৃষ্টির মতো কিছু ইতিবাচক প্রতিক্রিয়া ফেলতে পারে। কিন্তু দীর্ঘক্ষণ বাড়তে থাকলে এটি স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে।



আতএব  আজ থেকেই সুন্দরী মেয়ের সঙ্গ পাওয়া হতে নিজেকে সামলে রেখে সুস্থ্য থাকুন।



Share this post :
 
Auto Scroll Stop Scroll