এইমাত্র পাওয়া খবর :
Home » , » ব্রেসলেট যা ঠাণ্ডাতে গরম রাখবে আপনার দেহ

ব্রেসলেট যা ঠাণ্ডাতে গরম রাখবে আপনার দেহ

Written By Unknown on ০৮ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ০৮, ২০১৩

Search Engine Optimization





শীতকাল আসছে। শুরু হয়ে যাবে হিমশীতল আবহাওয়ার বিরুদ্ধে লড়াই। শীতকালে যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করেন শরীরের উপর গরম পোশাক চাপানোর সাথে সাথে নিজেদের বাড়িটিকেও গরম রাখতে। আর শীতপ্রধান দেশে তো কথাই নেই! আর এই পুরো ঘর গরম রাখতে মাস শেষে খরচের পরিমাণ দেখে গৃহকর্তার মাথায় হাত ওঠার যোগাড়।

আর এই অপচয় রোধ করতেই এগিয়ে এসেছে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলবিদ্যার চারজন শিক্ষার্থী। আর তাদের এই চমকপ্রদ ধারণার মূল বিষয় হল, পুরো ঘর গরম করার পেছনে সময় ও অর্থ অপচয় না করে মানুষের দেহের তাপমাত্রা বাড়িয়ে দিয়ে শীত বা ঠাণ্ডার মোকাবেলা করা। আর এই কাজটি করবে একটি বিশেষ ধরণের থার্মো-ইলেকট্রিক ব্রেসলেট।

আর এই ব্রেসলেটের নাম দেয়া হয়েছে Wristify। এটি মানুষের শরীরের চারপাশের বাতাস ও শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করবে। এরপর কব্জিতে প্রয়োজনমত উষ্ণ কিংবা শীতল তরঙ্গের স্পন্দন বা পালস পাঠাবে যার ফলে যিনি ব্রেসলেট পরবেন তার দেহে একটি আরামদায়ক তাপমাত্রা বজায় থাকে। গবেষকদের একজন স্যাম শ্যামেস বলেন, “ বর্তমানে আমাদের ভবনগুলোকে শুধুমাত্র গরম রাখার জন্য প্রচুর পরিমাণ শক্তির অপচয় ঘটে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই বিভিন্ন ধরণের শক্তির ব্যবহারের মাঝে ১৬.৫% ব্যয় হয় বাসা-বাড়ি উষ্ণ রাখার জন্য

গবেষকরা এই ব্যপারটিই কমিয়ে আনতে চেষ্টা করেছেন। শীত তাড়াতে পুরো ঘর গরম না করে দেহের একটি নির্দিষ্ট অংশে উষ্ণতা প্রদান করে পুরো দেহকে একটি আরামদায়ক অবস্থায় নিয়ে আসাই এই গবেষণার মূল লক্ষ্য। MIT’s annual materials-science design competition “ MADMEC”এ এই ব্রেসলেট প্রথম পুরস্কার জিতে নেয়। এছারা এটিকে আর উন্নত করার জন্য অনুদানও লাভ করেছে গবেষক দলটি।

এই ব্রেসলেটটির শরীরের একটি নির্দিষ্ট অংশকে উষ্ণ বা শীতল করতে প্রতি সেকেন্ডে ০.১ সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। পুরো যন্ত্রটি দেখতে অনেকটা হাত ঘড়ির মত এবং একটি লিথিয়াম পলিমার ব্যাটারির সাহায্যে এটি টানা আট ঘণ্টা কাজ করতে পারে। এই গবেষণা দলে আরো আছে মাইক গিবসন, ডেভিড কোহেন-তানুগি ও ম্যাট স্মিথ।



Share this post :
 
Auto Scroll Stop Scroll