স্থগিত হলো রাবি’র প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা
Written By Unknown on ০৯ নভেম্বর ২০১৩ | শনিবার, নভেম্বর ০৯, ২০১৩
রোববার থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৭২ ঘন্টা হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে ভর্তি কমিটির এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে”।

.jpg)