এইমাত্র পাওয়া খবর :
Home » , » সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা

সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা

Written By Unknown on ০৯ নভেম্বর ২০১৩ | শনিবার, নভেম্বর ০৯, ২০১৩

Search Engine Optimization

দক্ষিণ আফ্রিকা এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল । শুক্রবার চতুর্থ ওয়ানডেতে কুইন্টন ডি ককের অভিষেক শতকে পাঁচ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ডেল স্টেইনের বোলিং তোপে ২৩৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২৮ রানের এই জয়ে ৩-১ এ পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিল এবি ডি ভিলিয়ার্স বাহিনী।

দক্ষিণ আফ্রিকা: ২৬৬/৫ (৫০ ওভার)
পাকিস্তান: ২৩৮/১০ (৪৯.২ ওভার)
ফল: দক্ষিণ আফ্রিকা জয়ী ২৮ রানে


আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে ডি কক উদ্বোধনী জুটিতে হাশিম আমলাকে নিয়ে ৮৭ রান যোগ করেন। ব্যক্তিগত ৪৬ রানে আমলা মোহাম্মদ হাফিজের কাছে বোল্ড হন।

এরপর অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে সঙ্গে করে তৃতীয় উইকেটে ৬৯ রান যোগ করেন ডি কক। এ উইকেটেই অভিষেক শতক হাঁকান গ্রায়েম স্মিথের পরিবর্তে দলে জায়গা পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান। ১১২ রানে ডি কক সাজঘরে ফিরলে জেপি ডুমিনি ও রায়ান ম্যাকলারেন ৩৮ বলে ৫৬ রানের ঝড়ো জুটি গড়ে অপরাজিত থাকেন। ডুমিনি ২৫ ও ম্যাকলারেন ২৮ রানে অপরাজিত ছিলেন। ভিলিয়ার্স করেন তৃতীয় সেরা ৩০ রান।

লক্ষ্যে নেমে ধীরগতির ব্যাটিং শুরু করে আহমেদ শেহজাদ ও হাফিজের উদ্বোধনী জুটি। ৭৪ রানের এই জুটি ভাঙে ৪৩ রানে শেহজাদ রান আউট হলে। অভিষেক ওয়ানডেতে ফিফটি পান শোয়েব মাকসূদ। অধিনায়ক মিসবাহ উল হকের সঙ্গে তার ৮৮ রানের জুটিতে তখনও জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। ৫৬ রানে স্টেইনের বলে ডি ভিলিয়ার্সের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান।

১৮০ রানে পাঁচ উইকেট হারালেও মিসবাহ ও উমর আকমলের জুটিতে সিরিজ বাঁচানোর আশা করছিল তারা। ৪৮ রানের জুটি গড়ে তারা। এরপরই পাকিস্তানের ব্যাটিং ধস। দলীয় ২২৮ রানে আকমলকে (২২) দিয়ে পাকিস্তানের ষষ্ঠ উইকেট তুলে নেয় প্রোটিয়ারা। বাকি চার উইকেট ১০ রানের মধ্যেই হারিয়ে ফেলে পাকিস্তান। মিসবাহ ইনিংস সেরা ৬৫ রান করেন।

স্টেইন ১০ ওভারে ২৫ রান দিয়ে পাঁচ উইকেট দখলে নেন। ম্যাচসেরাও হয়েছেন এই ডানহাতি পেসার।



Share this post :
 
Auto Scroll Stop Scroll