আবার কাটরিনার রেস
Written By Unknown on ০৮ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ০৮, ২০১৩
ব্যবসা সফলতা অর্জন করার ধারাবাহিকতায় আগামী ডিসেম্বর থেকেই ‘রেস-৩’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন। সাইফ আলী খানের সঙ্গে ‘রেস’ অভিনয় করলেও ‘রেস-২’-এ দেখা যায়নি কাটরিনা কাইফকে। তবে এবার এ ছবির নতুন সিকুয়্যালে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এমনটাই নিশ্চিত করা হয়েছে পরিচালক ও কাটরিনার পক্ষ থেকে। কাটরিনার পাশাপাশি দিপীকা ও জ্যাকুলিন ফার্নান্দেজও থাকবেন এ ছবিতে। থ্রিলারধর্মী এ ছবিতে এবার গ্যাংস্টার-এর প্রেমিকা চরিত্রে দেখা যাবে কাটরিনাকে। ‘রেস’ ছবিতে বেশ খোলামেলা দেখা গিয়েছিল কাটরিনাকে। এবার তার থেকেও বেশি খোলামেলা পোশাকে এ ছবিতে পারফর্ম করবেন তিনি। এদিকে এ ছবিতে একটি আইটেম গানেও অংশ নেবেন কাটরিনা। আইটেম গানটির চিত্রায়ণ করা হবে মুম্বইয়ের একটি পাঁচ তারকা হোটেলে। অনেকটা ক্যাবারে ঢঙেই এ আইটেম গানে খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হবেন তিনি। পাশাপাশি সাইফ আলী খানের সঙ্গে বেশ কিছু রগরগে দৃশ্যও করবেন। আব্বাস-মাস্তান জানিয়েছেন, এবার এর সিক্যুয়ালটি আগের দুটির চেয়েও বেশি তারকাসমৃদ্ধ হবে। বেশ কিছু চমকও থাকবে সে ক্ষেত্রে। এ বিষয়গুলো পরে ঘোষণা করা হবে। এদিকে বর্তমানে কাটরিনা অভিনীত ‘ধূম-৩’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। ২০০ কোটি রুপির এ ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে তাকে। ছবিটি মুক্তির পরপরই ‘রেস-৩’-এর শুটিং শুরু করব।
Labels:
বিনোদন,
Entertainment

