ওবামার দুই নিরাপত্তাকর্মী বরখাস্ত
Written By Unknown on ১৫ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৩
অধীনস্থ মহিলা কর্মীদের কাছে যৌনবিষয়ক ইমেইল পাঠানোয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তায় নিয়োজিত থাকা গোয়েন্দা বিভাগের (সিক্রেট) দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন টিমোথি বারাক্লোগ এবং জামোরা।বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট এর বরাত দিয়ে স্কাই নিউজ এ খবর প্রকাশ করেছে।
স্কাই নিউজ জানায়, মার্কিন প্রেসিডেন্টের সিক্রেট সার্ভিসের সাবেক সুপারভাইজার ইগনাসিও জামোরা জুনিয়র গত মে মাসে হে-অ্যাডামস হোটেলের একটি মহিলার কক্ষে প্রবেশ করেন। বিলাসবহুল হোটেলটি হোয়াইট হাউজের কাছেই অবস্থিত। হোটেলের কর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিক্রেট সার্ভিস এ বিষয়ে তদন্ত শুরু করে।
তদন্তে জানা যায়, ঘটনার দিন জামোরা দায়িত্বে নিয়োজিত ছিলেন না। সে সময়ে হোটেলে তার সঙ্গে একটি মহিলার পরিচয় ঘটে এবং তার রুমে প্রবেশ করেন জামোরা। ওই সময় নিজেকে হোটেলের নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন তিনি।রুম ত্যাগের পর জামোরা বুঝতে পারেন যে, সরকারি দায়িত্ব পালনের জন্য দেওয়া হ্যান্ডগানের একটি গুলি তিনি ওই কক্ষে ফেলে এসেছেন। কিন্তু মহিলা দ্বিতীয়বার ওই কক্ষে ঢুকতে দিতে অস্বীকার করলে বলপ্রয়োগের চেষ্টা করেন জামোরা। এ ঘটনার সঙ্গে জড়িত মহিলার পরিচয় প্রকাশ করা হয়নি।
পরবর্তী তদন্তে আরো উঠে আসে যে, জামোরা এবং টিমোথি বারাক্লোগ নামে অন্য এক সুপারভাইজার তাদের অধীনস্থ মহিলা কর্মীদের কাছে যৌন বিষয়ক ইমেইল পাঠিয়েছেন।এর আগেও যৌন কেলেঙ্কারির দায়ে মার্কিন সিক্রেট সার্ভিসের দুই সুপারভাইজারসহ তিন সদস্য চাকরিচ্যুত হয়েছিল। ঘটনার মাত্র এক বছরের মাথায় নতুন করে এ যৌন ইমেইল কেলেঙ্কারির ঘটনা ঘটল।
Labels:
আর্ন্তজাতিক,
International

