দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে ৫ নেতার রিমান্ডের : রিজভী
Written By Unknown on ১৫ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৩
বিএনপির শীর্ষ নেতাদের অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। সরকারের এ কুৎসিত নোংরা কার্মকান্ডের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার বেলা ১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, এর আগে ঢাকার সিএমএম আদালত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৫ নেতার ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সংবাদ সম্মেলনে রিজভী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।১৮ দলীয় জোট সম্পর্কে তিনি বলেন, ১৮ দলীয় জোট আন্দোলনে আছে। তারা ভাঙ্গবে না, হটবে না।দেশে বোমা হামলার সঙ্গে কারা জড়িত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় আন্দোলন দমাতে সরকার সারা দেশ থেকে নিরাপত্তা বাহিনী নিয়ে আসছে। এরপরও কারা বোমা মারে? নিরাপত্তার সাথে যারা জড়িত তাদের ছত্রছায়ায় একটি চক্র এ ঘটনা ঘটিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে বলে রিজভী মন্তব্য করেন।
আগামীতে কি কর্মসূচি আসছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শনিবারের বিক্ষোভ সমাবেশ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

