এইমাত্র পাওয়া খবর :
Home » , » আসছে ৯০ ঘণ্টার হরতাল

আসছে ৯০ ঘণ্টার হরতাল

Written By Unknown on ০৮ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ০৮, ২০১৩

Search Engine Optimization

পরবর্তী করণীয় হিসাবে টানা ৬০ ঘণ্টা হরতালের নির্ধারণে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক চলছে।

বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এছাড়াও আগামী সপ্তাহে ১৮ দলীয় জোটের সম্ভাব্য টানা ৯০ ঘণ্টার হরতালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, বেগম সারোয়ারী রহমান, এমকে আনোয়ার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


জানা গেছে, স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বেগম জিয়া। তবে বৈঠকের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।








Share this post :
 
Auto Scroll Stop Scroll