![]() |
| University of Rajshahi |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের স্থগিত করা ভর্তি পরীক্ষা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রফেসর ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনিবার্য কারণবশত পরিবর্তিত তারিখ নতুন অনুযায়ী কোনো পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হলে ওই দিনের পরীক্ষা পরবর্তী শুক্রবার অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচিসহ অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ru.ac.bd এবং সংবাদপত্রে প্রকাশিত হবে বলে উল্লেখ করা হয়।উল্লেখ্য, আগে ভর্তি পরীক্ষা ১০-১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

