আজ রাতে সিনিয়র নেতাদের সঙ্গে খালেদার বৈঠক
Written By Unknown on ১৩ নভেম্বর ২০১৩ | বুধবার, নভেম্বর ১৩, ২০১৩
টানা ৮৪ ঘণ্টার হরতাল শেষে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণ করতে দলের সিনিয়র নেতা ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য বুধবার রাতে সিনিয়র নেতা ও বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তিনি।
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ দু’টি বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানাগেছে, হরতালে বাইরে বের না হয়ে গুলশানের বাসভবনেই থাকেন খালেদা জিয়া। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হবে। এরপর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যাবেন খালেদা। সেখানে সিনিয়র নেতাদের ডেকেছেন তিনি। এছাড়া বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে স্থায়ী কমিটির বৈঠক।
বৈঠক দেশের চলমান পরিস্থিতি ও নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে।

