এইমাত্র পাওয়া খবর :
Home » , , , » আলোচনা শুরু করতে ফখরুলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আলোচনা শুরু করতে ফখরুলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Written By Unknown on ২১ নভেম্বর ২০১৩ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০১৩

search engine optimization
 
 
 
 
 দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনার উদ্যোগ নিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ। তিনি বলেন, ‘সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে কিছুক্ষণ কথা হয়। এ সময় প্রধানমন্ত্রী ফখরুলকে বলেন, “আপনারা নির্বাচনে আসেন, আলোচনা শুরু করেন। আপনারা মহাসচিব পর্যায়ে আলোচনা শুরু করেন।” এর জবাবে মির্জা ফখরুল ইসলাম তেমন কিছু বলেননি।’
তবে এ ব্যাপারে জানতে চাইলে প্রধানমন্ত্রীর আহ্বানের কথা এড়িয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কুশলবিনিময় হয়েছে।’
এবার সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাননি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এ নিয়ে বর্তমান সরকারের সময়ে তিনবার সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন খালেদা জিয়া।
অনুষ্ঠানে খালেদা জিয়া না গেলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
Share this post :
 
Auto Scroll Stop Scroll