এইমাত্র পাওয়া খবর :
Home » , , , » চীন তৈরি করছে দূরপাল্লার পরমাণু বোমারু বিমান, উদ্বেগে যুক্তরাষ্ট্র

চীন তৈরি করছে দূরপাল্লার পরমাণু বোমারু বিমান, উদ্বেগে যুক্তরাষ্ট্র

Written By Unknown on ২২ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ২২, ২০১৩

search engine optimization




চীনের তৈরি দূরপাল্লার পরমাণু বোমারু বিমানের কারণে উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এসব বিমান প্রশান্ত মহসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সহজেই বোমা বর্ষণ করতে পারবে। মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিন এ খবর দিয়েছে।
এ ম্যাগাজিনের এক রিপোর্টে বলা হয়েছে-দূরপাল্লার বোমারু বিমান তৈরির ফলে চীন এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এমনকি গুয়াম দ্বীপের মার্কিন ঘাঁটিতে পরমাণু বোমা দিয়ে হামলা চালাতে পারবে। আগে এ ঘাঁটি ছিল চীনা বোমারু বিমানের আওতার বাইরে।

উল্লেখ্য,এশিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করার পরিকল্পনা থেকে চীন গুয়াম দ্বীপকে তাদের বড় সামরিক কেন্দ্রে পরিণত করেছে। এর বিপরীতে সম্প্রতি, চীন হোংঝা-সিক্স কে বোমারু বিমান তৈরি করেছে যা দিয়ে পরমাণু বোমা হামলা চালানো যাবে। ফরেন পলিসি ম্যাগাজিন চীনের সামরিক নীতিকে ‘আগ্রাসী’ বলে উল্লেখ করেছে।
চীনের তৈরি দূরপাল্লার পরমাণু বোমারু বিমানের কারণে উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এসব বিমান প্রশান্ত মহসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সহজেই বোমা বর্ষণ করতে পারবে। মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিন এ খবর দিয়েছে।

এ ম্যাগাজিনের এক রিপোর্টে বলা হয়েছে-দূরপাল্লার বোমারু বিমান তৈরির ফলে চীন এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এমনকি গুয়াম দ্বীপের মার্কিন ঘাঁটিতে পরমাণু বোমা দিয়ে হামলা চালাতে পারবে। আগে এ ঘাঁটি ছিল চীনা বোমারু বিমানের আওতার বাইরে।
উল্লেখ্য,এশিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করার পরিকল্পনা থেকে চীন গুয়াম দ্বীপকে তাদের বড় সামরিক কেন্দ্রে পরিণত করেছে। এর বিপরীতে সম্প্রতি, চীন হোংঝা-সিক্স কে বোমারু বিমান তৈরি করেছে যা দিয়ে পরমাণু বোমা হামলা চালানো যাবে। ফরেন পলিসি ম্যাগাজিন চীনের সামরিক নীতিকে ‘আগ্রাসী’ বলে উল্লেখ করেছে।
- See more at: http://www.banglanews.com.bd/index.php/component/k2/item/2412-2013-11-22-04-56-55#sthash.EuS7FLp3.dpuf
চীনের তৈরি দূরপাল্লার পরমাণু বোমারু বিমানের কারণে উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এসব বিমান প্রশান্ত মহসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সহজেই বোমা বর্ষণ করতে পারবে। মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিন এ খবর দিয়েছে।

এ ম্যাগাজিনের এক রিপোর্টে বলা হয়েছে-দূরপাল্লার বোমারু বিমান তৈরির ফলে চীন এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এমনকি গুয়াম দ্বীপের মার্কিন ঘাঁটিতে পরমাণু বোমা দিয়ে হামলা চালাতে পারবে। আগে এ ঘাঁটি ছিল চীনা বোমারু বিমানের আওতার বাইরে।
উল্লেখ্য,এশিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করার পরিকল্পনা থেকে চীন গুয়াম দ্বীপকে তাদের বড় সামরিক কেন্দ্রে পরিণত করেছে। এর বিপরীতে সম্প্রতি, চীন হোংঝা-সিক্স কে বোমারু বিমান তৈরি করেছে যা দিয়ে পরমাণু বোমা হামলা চালানো যাবে। ফরেন পলিসি ম্যাগাজিন চীনের সামরিক নীতিকে ‘আগ্রাসী’ বলে উল্লেখ করেছে।
- See more at: http://www.banglanews.com.bd/index.php/component/k2/item/2412-2013-11-22-04-56-55#sthash.EuS7FLp3.dpuf
Share this post :
 
Auto Scroll Stop Scroll