এইমাত্র পাওয়া খবর :
Home » , , , » বুধবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

বুধবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

Written By Unknown on ২০ নভেম্বর ২০১৩ | বুধবার, নভেম্বর ২০, ২০১৩




চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে হরতাল বা অবরোধের মতো সহিংস রাজনৈতিক কর্মসূচির শঙ্কা মাথায় নিয়েই বুধবার থেকে শুরু হচ্ছে দেশের বৃহত্তম পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী। বিকালে অনুষ্ঠিত হবে জেএসসিও  জেডিসি পরীক্ষা। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।প্রতিটি পরীক্ষা প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিটে পর্যন্ত চলবে। সারা দেশের মোট ছয় হাজার পাঁচশ’ ৬৬টি কেন্দ্রে এবং দেশের বাইরে আটটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।দেশের বাইরের কেন্দ্রগুলো হচ্ছে-রিয়াদ, জেদ্দা, আবুধাবি, বাহরাইন, দুবাই, কাতার, ত্রিপলী এবং ওমান। এসব কেন্দ্রে মোট সাতশ’ ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অংশ নেবে ২৯ লাখ ৫০ হাজার একশ’ ৯৩ জন পরীক্ষার্থী। বিকালে জেএসসি-জেডিসির পরীক্ষায় অংশ নেবে ১৯ লাখ দুই হাজার সাতশ’ ৪৬ জন পরীক্ষার্থী। দুইটি পাবলিক পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০ লাখ।সকাল ১১টায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ীতে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে দেড়টা পর্যন্ত, এরপর বিকাল ২টায় অনুষ্ঠিত হবে জেএসসির চারু ও কারুকলা এবং জেডিসিতে কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য অর্থনীতি।একই দিনে একই স্কুল কেন্দ্রে থক দুইটি পাবলিক পরীক্ষার আসনবিন্যাস ও ব্যবস্থাপনা নিয়ে বিপাকে পড়েছেন কেন্দ্র সচিবরা। দুইটি পরীক্ষার মাঝে সময়ের ব্যবধান মাত্র ৩০ মিনিট।প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় সরকারিভাবেই বরাদ্দ দেয়া আছে। কেন্দ্র সচিবদের মাত্র ১০ মিনিটের মধ্যে নতুন পরীক্ষা নেয়া শুরু করতে হবে। জেএসসির পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের স্থগিত পরীক্ষা নেয়া হবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বুধবার শুরু হয়ে শেষ হওয়ার কথা ২৮ নভেম্বর।
Share this post :
 
Auto Scroll Stop Scroll