এইমাত্র পাওয়া খবর :
Home » , » ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা প্রদান

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা প্রদান

Written By Unknown on ২০ নভেম্বর ২০১৩ | বুধবার, নভেম্বর ২০, ২০১৩




দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তি দিতে এবং দুর্নীতি রোধে ভেনেজুয়োলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশেষ ক্ষমতা দিয়েছে দেশটির জাতীয় পরিষদ। এই বিস্তৃত ক্ষমতা অর্জনের ফলে, অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে প্রেসিডেন্ট ইচ্ছে করলে এক বছরের জন্য নতুন অধ্যাদেশও জারি করতে পারবেন।এছাড়া কোনো আইন প্রনয়ন করতে প্রেসিডেন্টের সংসদের কোনো অনুমতি লাগবে না।যদিও প্রেসিডেন্টের এই বিশেষ ক্ষমতা অর্জনের অধিকারী হওয়াকে মোটেও ভালো চোখে দেখছে না দেশটির বিরোধী দল। তারা বলছে, প্রেসিডেন্ট আসলে ক্ষমতা কুক্ষিগত করেছেন।এদিকে মাদুরো বলেছেন, তার সরকারের বিরুদ্ধে যারা অর্থনৈতিকভাবে যুদ্ধ করছে তাদের দমনের জন্য তার এই বিশেষ ব্যক্তিগত ক্ষমতার প্রয়োজন ছিল। কারণ ওই সব বিরোধীদের আন্দোলনের ফলেই দেশ ক্রম মুদ্রাস্ফীতি ও মৌলিক দৈনন্দিন পন্যগুলোর ঘাটতিতে ভুগছে।প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা প্রদানের ওপরে মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদের সদস্যদের মধ্যে ভোটাভুটির আয়োজন করা হয়।
Share this post :
 
Auto Scroll Stop Scroll