সানি লিওন সফল ব্যবসায়ী, বিখ্যাত মডেল, ম্যাক্সিম ম্যাগাজিন ২০১০ সালে বিশ্বের সেরা ১০ পর্ণ তারকা হিসেবে নির্বাচিত করে তাকে। পর্ণ ছবির ইতিহাসের অন্যতম এই ইন্দো কানাডিয়ান পর্ণ তারকা সানি লিওন জিসম-২ মুভির মাধ্যমে আলোচিত হয়ে উঠেন! সম্প্রতি এক সাত বছরের বালকের ভালোবাসার নির্দশন স্বরূপ তার ‘ডিএসএলআর’ ক্যামেরার মাধ্যমে ফটো শ্যুটে অংশগ্রহণ করেন এই হট তারকা!
সম্প্রতি তিনি ‘শুট আউট এট ওয়াডালা’ মুভির ‘লায়লা’ নামের একটা আইটেম গানে অভিনয় করেন এবং একটি ম্যাগাজিনের জন্য ফটো শ্যুটে অংশগ্রহণ করেন। শ্যুট শেষ হওয়ার পরেই চন্দ্রেশ গুরুভাই ঠাকুর নামধারী সাত বছর বয়সী একজন বালক সানি লিওনের কাছে আসে এবং জন্মদিনে বাবার কাছ থেকে উপহার পাওয়া ‘ডিএসএলআর’ ক্যামেরা দিয়ে কিছু ছবি তোলে।
এই ফটো শ্যুটের অর্গানাইজার হিমাংশু শুক্লা জানান, বালকটি ফ্যাশন ফটোগ্রাফার হতে চায় এবং গিনেজ ওয়ার্ল্ড রের্কড বুকে নিজের নাম তুলতে চায়। এই প্রথম কোন ছোট ক্ষুদে ভক্তের মাধ্যমে ছবি তুলতে পেরে সানি লিওন তার উত্তেজনা এবং উৎফুল্ল অনুভূতির কথা প্রকাশ করেন। এই ব্যাপারে সানি লিওন বলেন, শ্যুটিংটি বেশ মজার ছিলো। আশা করি চন্দ্রেশ খুব শীঘ্রই যে ছবিগুলো তুলেছে সে সেগুলো আমাকে দিবে – আমি ছবিগুলোর জন্য অপেক্ষা করছি। সে তার নাম গিনেজ বুকে লেখার যে স্বপ্ন দেখছে তাতে আমি খুব আনন্দিত। আমি তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি
সম্প্রতি তিনি ‘শুট আউট এট ওয়াডালা’ মুভির ‘লায়লা’ নামের একটা আইটেম গানে অভিনয় করেন এবং একটি ম্যাগাজিনের জন্য ফটো শ্যুটে অংশগ্রহণ করেন। শ্যুট শেষ হওয়ার পরেই চন্দ্রেশ গুরুভাই ঠাকুর নামধারী সাত বছর বয়সী একজন বালক সানি লিওনের কাছে আসে এবং জন্মদিনে বাবার কাছ থেকে উপহার পাওয়া ‘ডিএসএলআর’ ক্যামেরা দিয়ে কিছু ছবি তোলে।
এই ফটো শ্যুটের অর্গানাইজার হিমাংশু শুক্লা জানান, বালকটি ফ্যাশন ফটোগ্রাফার হতে চায় এবং গিনেজ ওয়ার্ল্ড রের্কড বুকে নিজের নাম তুলতে চায়। এই প্রথম কোন ছোট ক্ষুদে ভক্তের মাধ্যমে ছবি তুলতে পেরে সানি লিওন তার উত্তেজনা এবং উৎফুল্ল অনুভূতির কথা প্রকাশ করেন। এই ব্যাপারে সানি লিওন বলেন, শ্যুটিংটি বেশ মজার ছিলো। আশা করি চন্দ্রেশ খুব শীঘ্রই যে ছবিগুলো তুলেছে সে সেগুলো আমাকে দিবে – আমি ছবিগুলোর জন্য অপেক্ষা করছি। সে তার নাম গিনেজ বুকে লেখার যে স্বপ্ন দেখছে তাতে আমি খুব আনন্দিত। আমি তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি

