এইমাত্র পাওয়া খবর :
Home » , » পোশাক শ্রমিকদের হামলায় সাভার রণক্ষেত্র, আহত শতাধিক

পোশাক শ্রমিকদের হামলায় সাভার রণক্ষেত্র, আহত শতাধিক

Written By Unknown on ২৪ নভেম্বর ২০১৩ | রবিবার, নভেম্বর ২৪, ২০১৩

search engine optimization




সাভার: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে উলাইলের একটি পোশাক কারখানার শ্রমিকরা ফায়ার সার্ভিসের অফিসের ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও উচ্ছৃঙ্খল শ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে শতাধিক।

এ সময় ভাঙচুর করা হয়েছে পুলিশ ও গণমাধ্যম কর্মীদের গাড়িসহ অর্ধশতাধিক যানবাহন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-আরিচা মহাসড়কের যানবাহন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল আটটার দিকে উলাইল কর্ণপাড়া এলাকায় সাভার ফায়ার স্টেশনের সামনে শ্রমিকবাহী গাড়ি রাখা নিয়ে দমকল কর্মীদের সঙ্গে পাশের পোশাক কারখানা আল মুসলিম গ্রুপের শ্রমিকদের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দমকলের এক কর্মী দুই পোশাক কর্মীকে স্টেশনের ভেতরে নিয়ে গেলে উত্তেজিত হয়ে ওঠেন শ্রমিকরা। এরপর আল মুসলিম গ্রুপের শ্রমিকসহ শ’ শ’ শ্রমিক সাভার ফায়ার স্টেশনে হামলা চালিয়ে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত তিনটি গাড়ি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের একটি জিপ, একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধির ব্যক্তিগত গাড়ি ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন।

পাশাপাশি তারা ফায়ার স্টেশনের সব কাগজপত্র তছনছ, আসবাবপত্র ভাঙচুর, কর্মীদের ব্যারাকে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করেন।

এরপর শ্রমিকেরা ফায়ার স্টেশনের ভেতরে স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমানের বাসভবনে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ ও ভাঙচুর করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা খলিল ও তার স্ত্রীকে মারধর করেন। তারা ফায়ার স্টেশনের ভেতরে রাখা একটি মোটরসাইকেল ও কাগজপত্রে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সকাল ১০টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল থেকে গেন্দা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

ফায়ার স্টেশনের কর্মকর্তা খান খলিলুর রহমান জানান, শ্রমিকদের হামলা ও তাণ্ডবে ফায়ার স্টেশনটি কার্যক্রম চালানোর অনুপযোগী হয়ে পড়েছে। হামলায় তিনি, তার স্ত্রী ও ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হয়েছেন।

সাভার থানার ওসি মোস্তফা কামাল জানান, হামলায় তিনি আহত হয়েছেন। এছাড়া পুলিশের আরো ১২ জন সদস্য আহত হন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Share this post :
 
Auto Scroll Stop Scroll