এইমাত্র পাওয়া খবর :
Home » , » সংসারেই হারালেন পূর্ণিমা

সংসারেই হারালেন পূর্ণিমা

Written By Unknown on ২৬ নভেম্বর ২০১৩ | মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৩





১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে পথচলা শুরু করেন পূর্ণিমা। এর আগে স্বপন চৌধুরী পরিচালিত ‘শত্রু ঘায়েল’ ছবিতে অভিনয় করেছিলেন শিশুশিল্পী হিসেবে। রথম ছবিতে সাফল্য দেখাতে না পারলেও পরবর্তীতে নিজেকে শীর্ষ নায়িকার পর্যায়ে নিয়ে যান পূর্ণিমা। অভিনয় করেন শতাধিক ছবিতে। নিজ গুণেই দর্শক, ভক্ত আর চলচ্চিত্র সংশ্লিষ্টদের মন জয় করেছিলেন। কিন্তু বিয়ের পর হঠাৎ করেই সংসার জীবন নিয়ে ঝামেলা শুরু হয়। আর তাতেই হারাতে হয় এই নায়িকাকে। শেষ পযর্ন্ত চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। পূর্ণিমার ঘনিষ্ঠজন এমনটাই জানান।
তবে শুধু কি স্বামী সংসারের জন্যেই চলচ্চিত্র ছেড়েছেন তিনি। না, এমনটি নয়। শেষদিকে পছন্দমতো গল্প আর চরিত্র না পাওয়াটা ছিল সবচেয়ে কষ্টের। পাশাপাশি নতুনদের প্রতি র্নিমাতাদের আকর্ষণও।
Share this post :
 
Auto Scroll Stop Scroll