বিএনপির সমাবেশ শুরু হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে
Written By Unknown on ০৭ নভেম্বর ২০১৩ | বৃহস্পতিবার, নভেম্বর ০৭, ২০১৩
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৫৩ মিনিটে কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুস সালামের পরিচালনায় সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
সমাবেশে বিএনপির চেয়ারপারসন স্বশরীরে উপস্থিত না থাকতে পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির ভাষণ দেবেন বলে জানা গেছে।

