এইমাত্র পাওয়া খবর :
Home » , » পাকিস্তানী পরমাণু বোমা সৌদির জন্য প্রস্তুত

পাকিস্তানী পরমাণু বোমা সৌদির জন্য প্রস্তুত

Written By Unknown on ০৭ নভেম্বর ২০১৩ | বৃহস্পতিবার, নভেম্বর ০৭, ২০১৩

Search Engine Optimization

মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রধান শত্রু  ইরানের পরমাণু অস্ত্রের জবাবেই এই উদ্যোগ নিয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটি।

পাকিস্তানের পরমাণু অস্ত্র প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ করেছে সৌদি আরব এবং দেশটি মনে করে চাহিবামাত্র পাকিস্তান তাদেরকে এসব অস্ত্র সরবরাহ করবে।

ইরান এখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারেনি। কিন্তু সৌদি আরব চাইলে যে কোনো মুহূর্তে পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র সংগ্রহ করতে পারবে।

ন্যাটোর একজন শীর্ষ কর্মকর্তা বিবিসি- কে বলেন, তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট রয়েছে, সৌদি আরবের জন্য পাকিস্তানের তৈরি করা পরমাণু অস্ত্র এখন সরবরাহের জন্য প্রস্তুত।

গত মাসে ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান আমোস ইয়াদলিন সুইডেনে এক অনুষ্ঠানে বলেন, ‘ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে সৌদি আরব একমাসও অপেক্ষা করবে না। তারা আগেই বোমা কিনে রেখেছে। এখন প্রয়োজন হলেই পাকিস্তান থেকে নিয়ে আসবে।’

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ডেনিস রসকে সৌদি বাদশাহ আবদুল্লাহ বলেছিলেন, ইরান সীমারেখা অতিক্রম করলে ‘আমরা পরমাণু অস্ত্র পাব’।

সৌদি আরব তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে একাধিকবার এমন ইঙ্গিতই দিয়েছে। পরমাণু অস্ত্র নিয়ে সৌদি-পাকিস্তান সহযোগিতার ইতিহাস কয়েক দশকের পুরনো। পাকিস্তানের প্রতিরক্ষা খাতে সৌদি আরব উদারহস্তে সহায়তা করে আসছে।

সৌদি আরব পাকিস্তানকে বলেছে, কোনো কারণে পাকিস্তানে যুক্তরাষ্ট্র অথবা বিশ্ব ব্যাংক অর্থ সহায়তা বন্ধ করে দিলে রিয়াদ সে ঘাটতি পূরণ করে দেবে।

১৯৯৯ থেকে ২০০২ সালের মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সুলতান একাধিকবার পাকিস্তানের পরমাণু কেন্দ্র পরিদর্শন করেন। তবে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষরকারী সৌদি আরব এসব তথ্যকে ‘‌ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে।



Share this post :
 
Auto Scroll Stop Scroll