এইমাত্র পাওয়া খবর :
Home » , » সবুজ বাঁচাতে গাছ লাগানোর প্রশিক্ষণ

সবুজ বাঁচাতে গাছ লাগানোর প্রশিক্ষণ

Written By Unknown on ১২ নভেম্বর ২০১৩ | মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৩

Search Engine Optimization

ক্রমশ বাড়ছে শহরের পরিধি। উধাও হচ্ছে সবুজ। প্রতিদিনই লাফিয় লাফিয়ে বাড়ছে দূষণের মাত্রা। এই পরিস্থিতিতে অন্যরকম পরিবেশ তৈরির চেষ্টায় দা অ্যাগ্রিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়া। তাদের উদ্যোগে অনুষ্ঠিত হল হাউস প্লান্ট শো।

নগরোন্নয়নে ব্যস্ত সবাই। বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। ফলে নিশ্বাস নেয়াটাও এখন দায়। কংক্রিটের জঙ্গলে ক্রমশ হারিয়ে যাচ্ছে সবুজ। কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কোনো জায়গা না হয়ে যদি বাড়ির ভিতরেই গাছ লাগানো যায়। তাহলে কেমন হয়? কোন কোন গাছ বাড়ির ভিতরে লাগানো যায়। তাদের কী গুনাগুন। তাই নিয়ে দা অ্যাগ্রিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়ার উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল হাউস প্লান্ট শো। 

নিজের বাড়ির সঙ্গে সঙ্গে নিজের শহরকেও আরও সুন্দর করে তুলতে পারে গাছ। শুধু সৌন্দর্যই না। দূষণ রোধেও তাই গাছই হতে পারে অন্যতম উপায়। তাই বন্ধুর তালিকায় একটি গাছও যে পড়তে পারে সে বার্তাই উঠে এল হাউস প্লান্ট শোয়ে।

আসুন বেশী করে গাছ লাগাই, পরিবেশ বাচাই ।



Share this post :
 
Auto Scroll Stop Scroll