ঢাবিতে খ ইউনিটের ফল প্রকাশ
Written By Unknown on ১২ নভেম্বর ২০১৩ | মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৩
২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এ বছর ৩৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৫ হাজার ১২৮ জন। পাসের হার ১৩.৯২ শতাংশ। মঙ্গলবার দুপুরে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ফল ঘোষণা করেন।
এ সময় কলা অনুষদ ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ড. হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আশরাফ আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে দেয়া হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার পরীক্ষা চলাকালীন সময় বেশ কয়েকটি কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। তবে কোনো ধরনের তদন্ত ছাড়াই পরীক্ষার ফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

