শীঘ্রই আসছে টার্মিনেটর ৫
Written By Unknown on ১২ নভেম্বর ২০১৩ | মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৩
শীঘ্রই আসছে সায়েন্স ফিকশন ব্লকবাস্টার ‘টার্মিনেটর ৫’। এ পর্বে সাইবর্গ বা রোবটদের বিরুদ্ধে যুদ্ধের নেতা জন কনর চরিত্রের জন্য ভাবা হচ্ছে ব্রিটিশ অভিনেতা টম হার্ডিকে।
আগের পর্বে এই চরিত্রে অভিনয় করেছিলেন ক্রিশ্চিয়ান বেল। প্রথমে জনের চরিত্রে গ্যারেট হেডলান্ডকে ভাবা হলেও এখন তিনি ছবিতে জন কনরের বাবা কাইল রিজের চরিত্রে অভিনয় করবেন। নতুন সারাহ হচ্ছেন এমিলা ক্লার্ক।
এর আগে ‘টার্মিনেটর’-এর প্রথম দুই পর্বে সারাহর চরিত্রে অভিনয় করেন লিন্ডা হ্যামিলটন। ছবির কাহিনী ভবিষ্যতে না রেখে আবারও অতীতে নিয়ে যাওয়া হবে। প্রথম পর্বে যুবতী সারাহ কনরকে হত্যার জন্য রোবট ‘টার্মিনেটর’ হাজির হয়েছিল ১৯৮৪ সালে।
কিন্তু কাইলের জন্য ব্যর্থ হয় সে। এ পর্বে আরো আগে অর্থাৎ কিশোরী সারাহকে হত্যার জন্য একটি রোবট পাঠানো হবে। মাকে রক্ষা করার জন্য যথারীতি নতুন আরেকটি সাইবর্গ রোবট অতীতে পাঠাবে জন কনর। সেই রোবটের চরিত্রেই অভিনয় করবেন আর্নল্ড শোয়ার্জনেগার।
আর এ পর্বে কিশোরী সারাহকে হত্যার জন্য পাঠানো সাইবর্গ অর্থাৎ ছবির ভিলেন হিসেবে ভাবা হচ্ছে ডোয়েইন ‘দ্য রক’ জনসনকে। যদিও এখনো রকের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি।
Labels:
বিনোদন,
Entertainment

