এইমাত্র পাওয়া খবর :
Home » , » ৩৪ কেন্দ্র ভোট শূন্য ,৫৩৮ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

৩৪ কেন্দ্র ভোট শূন্য ,৫৩৮ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

Written By Unknown on ০৬ জানুয়ারি ২০১৪ | সোমবার, জানুয়ারি ০৬, ২০১৪

Search Engine optimizationভোটকেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়াসহ সহিংসতার কারণে সারাদেশে ১৮ জেলায় ৫৩৮ টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তারা।

এদিকে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক সাংবাদিকদের জানিয়েছেন, সারাদেশের ৪৩৬টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো- ঠাকুরগাঁওয়ে-৭০টি, দিনাজপুরে-৪৫টি, নীলফামারিতে-৯টি, লালমনিরহাটে-১টি, রংপুরে-৮৪টি, গাইবান্দায়-২০১টি, হবিগঞ্জে-২টি, ফেনীতে-১টি, কুমিল্লায়-৯টি, লক্ষীপুরে-১৪টি, চট্টগ্রামে-২টি, বগুড়ায়-১৩টি, শেরপুরে-১০টি, যশোর-৬০টি, সুনামগঞ্জে-৫টি, জামালপুরে ৪টি, কুষ্টিয়া-১টি এবং ঝিনাইদহে ৭টি কেন্দ্রে ।

সারাদেশে ৫৯ জেলায় ১৪৭টি আসনে ভোটগ্রহণের কথা থাকলেও, অজ্ঞাতদের হামলায় নির্বাচনী সরঞ্জাম নষ্ট হওয়ায় এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শুক্রবার থেকে সারাদেশে ১৪৭ আসনে ভোটের জন্য প্রস্তুত ১৮ হাজার ২০৮ ভোট কেন্দ্রে ভোটগ্রহণের কথা ছিল।

ভোট  শূন্য ৩৪টি কেন্দ্র :
লালমনিরহাট-৩ (সদর) আসনে ৮৯টি ভোটকেন্দ্রেরর ২৭টিতে কোনো ভোট পড়েনি। নির্বাচন-সংশ্লিষ্ট একাধিক সূত্রে বিষয়টি জানা যায়। এদিকে সাতক্ষীরা-২ আসনে দুটি, সিলেট-২ আসনে দুটি, ফেনী-২ আসনে দুটি ও রাজশাহী-৬ আসনের একটি কেন্দ্র্রে কোনো ভোট পড়েনি।



Share this post :
 
Auto Scroll Stop Scroll