চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মহাজোট সমর্থিত তরিকত ফেড়ারেশনের প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারী তার ব্যবহারের জন্য কান ধরে ক্ষমা চেয়ে ভোটারদের ক্ষোভ থেকে রেহাই পান। উপজেলার দক্ষিণ নিশ্চন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১১টা পর্যন্ত এ কেন্দ্রে একটি ভোটও কাস্ট হয়নি। নির্বাচনে প্রার্থী হয়ে কোনো প্রার্থীই ভোটারদের কাছে ভোট চাইতে যাননি। এর প্রতিবাদে এলাকার সব ভোটার সম্মিলিতভাবে কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকেন। যারা কেন্দ্রের আশেপাশে অবস্থান করছিলেন তারাও ভোট দান থেকে বিরত থাকেন। এ খবর পেয়ে ছুটে যান নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি সেখানে পৌঁছে কেন্দ্রের বাইরে লোকজনদের ওপর ভোট কাস্ট না হওয়ার কারণে ক্ষেপে যান। জানতে চান এ ঘটনার কারণ কী। বাকবিতন্ডার একপর্যায়ে তিনি ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন তার দিকে তেড়ে যান। এসময় হতবিহ্বল হয়ে নজিবুল বশর কান ধরে এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২৭৮ জন।

