প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারের পদত্যাগের দাবিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মূল সড়কের বেশ কয়েকটি রাস্তা অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। বিবিসি অনলাইন আজ সোমবার এ খবর প্রকাশ করেছে। বিবিসি জানায়, রাজধানীকে অচল করে দেয়ার এ কর্মসূচির মধ্যে সরকারি কর্মকর্তাদের কাজে যেতে বাধা ও বেশ কয়েকটি রাষ্ট্রীয় ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও প্রতিজ্ঞা করেছেন বিক্ষোভকারীরা। কিন্তু এসব হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
এরইমধ্যে, বিক্ষোভাকারীদের ঠেকাতে ব্যাংককে নিরাপত্তা বাহিনীর ১৮ হাজার সদস্য মোতায়েন করেছে দেশটির সরকার। আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ইংলাকের অধীনে নির্বাচন না দিয়ে বরং একটি অনির্বাচিত জনপরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আবারো দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ চালাচ্ছেন তার বোন ও বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক।

