ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক আইকন খেতাব পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কেরালার টিভি চ্যানেল এশিয়ানেটের দর্শকের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এ পুরস্কারের জন্য নির্বাচিত হন শাহরুখ। শুক্রবার অনুষ্ঠিত ১৬তম এশিয়ানেট চলচ্চিত্র সম্মানণা প্রদান অনুষ্ঠানে দেশটির দক্ষিণী সুপারস্টার মাম্মুটি ও মোহনলালের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন শাহরুখ।
পুরস্কার গ্রহণের পর দেয়া এক বিবৃতিতে ৪৮ বছর বয়সী শাহরুখ বলেন, “এ পুরস্কার গ্রহণ করাটা আমার জন্য অনেক বড় সম্মানের। মাম্মুটি ও মোহনলাল সারের হাত থেকে এই সম্মাণনা গ্রহণ করে আমার আরো বেশি ভালো লাগছে। অভিনেতা হিসেবে আমি সবসময় তাদের কাজে উৎসাহিত হই।”
শাহরুখ বলেন, “আমি আরো বেশি কঠোর পরিশ্রম এবং ছবি নির্মাণ করে প্রত্যেকের মুখে হাসি ফোটাতে চাই। এক্ষেত্রে পুরস্কার আমাকে উৎসাহিত করে।

