মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অনুষ্ঠিতব্য ক্লিন অ্যান্ড কুল মিশন সম্মেলনে নতুন একটি বৈদ্যুতিক মটোর বাইক নিয়ে হাজির হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক অ্যাজিলিটি গ্লোবাল। সাইয়েতা ইতালিয়ান শব্দ এর অর্থ বজ্র। মটোরবাইকটি একবার চার্জ করলে ১১২ মাইল বা ১৮০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। বিদ্যুত চালিত হওয়ায় সনাতন মটোরবাইক এর নকশার স্থলে নতুন কিছু করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। মটোরবাইকটি দেখতে অনেকটা ডিজনির ছবি ট্রনের এর লাইটসাইকেলের মত।
সাইয়েতা আর মটোরসাইকেলটি ০-৬০ মাইল গতি তুলতে নেয় মাত্র ৩.৯ সেকেন্ড। ইউকে ভিত্তি অ্যাজিলিটি গ্লোবাল একটি প্রারম্ভিক প্রতিষ্ঠান। পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি ২০১৪ সালে সাইয়েতা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। মূল্য ধার্য করা হয়েছে $১৩,৯৭৫+ ভ্যাট।
স্পেকস-মটোর: হাই টর্ক বৈদ্যুতিক;পিক পাওয়ার: ৯৬.৫ এইচপি (৭২ কিলোওয়াট);পিক টর্ক: ১২৭ এনএমট্র্যান্সমিশন: ড্রাইভ টর্ক জিওমেট্রি-কন্ট্রোল;ব্যাটারি: অ্যাডোভান্সড অ্যাজিলিটি লিথিয়াম আয়োন;ব্যাটারি লাইফ: ১০০০ সাইকেল।


