নতুন ইতিহাস রচনা করলো ধুম থ্রি
Written By Unknown on ০৭ জানুয়ারি ২০১৪ | মঙ্গলবার, জানুয়ারি ০৭, ২০১৪
সকল রেকর্ড ভেঙে চুরমার করে এবার নিজের রেকর্ড ভাঙল ধুম থ্রি। ৫০০ কোটি পেরিয়ে গেল আমির-ক্যাটরিনার ধুম। হিসেব বলছে ২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত সারা বিশ্বে ধুম থ্রির আয়ের পরিমাণ ৫০১.৩৫ কোটি। সোমবার যশরাজ ফিল্মসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ধুম থ্রি ভারত ও বিশ্বের বাজারে ইতিহাস রচনা করেছে। প্রথম ভারতীয় ছবি হিসেবে বিশ্বের বাজারে ৫০০ কোটির ব্যবসা করেছে ধুম থ্রি। ভারতে ধুম থ্রির সংগ্রহ ৩৫১.২৯ কোটি, সারা বিশ্বে ১৫০.০৬ কোটি। এখনও জার্মানি, পেরু, রোমানিয়া, জাপান, রাশিয়া ও তুরস্কে মুক্তি পাবে ধুম থ্রি। আদিত্য চোপড়া প্রযোজিত, বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ধুম সিরিজের তৃতীয় ছবিতে রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।
Labels:
বিনোদন,
Entertainment

