এইমাত্র পাওয়া খবর :
Home » , » এখন থেকে মোবাইলে সেবা দেবে ডিএমপি

এখন থেকে মোবাইলে সেবা দেবে ডিএমপি

Written By Unknown on ১৪ জানুয়ারি ২০১৪ | মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০১৪

Search Engine Optimization


ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন এখন থেকে মোবাইল ফোনে ডিএমপি সেবা প্রদান করবে। তিনি বলেন, ‘আপনি আপনার যে কোনো জরুরি প্রয়োজনে দ্রুত ডিএমপির হেলপলাইনে ফোন এবং ই-মেইল করতে পারবেন।  পেয়ে যাবেন ডিএমপির যেকোনো থানার ওসি এবং থানার কর্তব্যরত ডিউটি অফিসারের ফোন নম্বর।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। এসম তিনি বলেন, ডিএমপির যে কোনো থানার ঠিকানা এবং ঢাকার যে কোনো স্থান থেকে সেই থানায় যাওয়ার পথ নির্দেশিকা দেখতে পারবেন গুগল ম্যাপে।

তিনি আরো বলেন, জরুরি প্রয়োজনে আপনার পরিবার কিংবা আত্মীয়-স্বজন অথবা পরিচিতদের জন্য রক্তের প্রয়োজন হলে এখন থেকে চিন্তিত হতে হবে না। মোবাইল ফোনেই ডিএমপি ব্লাড ব্যাংকের সেবা আপনি দ্রুত পাবেন। ডিএমপির ট্রাফিক এবং নারী-সহায়তা বিভাগের বিভিন্ন সেবা একইভাবে পাবেন। তা ছাড়া ডিএমপির অপরাপর যেসব সেবা রয়েছে তার সবই আপনি মোবাইল ফোনে পেয়ে যাবেন। আর সব ধরনের সেবার সুবিধা পাবেন নতুন এই অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশনটির মাধ্যমে। এই সেবার মাধ্যমে ঢাকার নাগরিকদের সাথে যে মেলবন্ধন রয়েছে, তা আরো সুদৃঢ় হবে।



Share this post :
 
Auto Scroll Stop Scroll