প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাচ্ছেন বুধবার। ৩য় বারের মত প্রধানমন্ত্রী হয়ে এটা তাঁর গোপালগঞ্জে প্রথম সফর। তাঁর এই এক দিনের সফরে নব-গঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্হিত থাকবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল ১১ টায় হেলিকপ্টারযোগে টুঙ্গীপাড়া পৌঁছে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করে তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তাকে ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ডঅব অর্নার প্রদান করা হবে। এসময় নব-গঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্হিত থাকবেন বলে জানা গেছে।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তাঁর নিজ পৈত্রিক বাসভবন টুঙ্গিপাড়ায় অবস্হান করবেন। মধ্যাহ্ন ভোজের বিরতি ও নামাজ শেষে বিকাল ৪ টার সময় ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা দেবার কথা রয়েছে।
জেলা প্রশাসককে পাঠানো প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্সবার্তায় প্রধানমন্ত্রীর সফরসূচি জানানো হয় । জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্হা গ্রহণ করা হয়েছে। জেলার প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। পুলিশ, র্যাব, সাদাপোষাকের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্হার লোকজন নিরাপত্তায় নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছে ।

