আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে স্নাতক ১ম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের অফিসে এই সাক্ষাৎকার নেয়া হবে।
‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘ’ ইউনিটের অধীনে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার শুরু হবে। বিজ্ঞান বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের মেধাক্রম ১ থেকে ৩০০ পর্যন্ত বৃহস্পতিবার সকাল ৯টায়, ৩০১ থেকে ৬০০ পর্যন্ত দুপুর ২টায় নেওয়া হবে।
৬০১ থেকে ৮০০ পর্যন্ত পরদিন শুক্রবার সকাল ৯টায় এবং ৮০১ এর পর বাকীদের ওই দিন দুপুর ২টায় নেওয়া হবে। ব্যবসায় শিক্ষা থেকে আসা শিক্ষার্থীদের ১১ জানুয়ারী শনিবার সকাল ৯টায় এবং মানবিক শাখার দুপুর ২টায় সামাজিক বিজ্ঞান অনুষদে নেয়া হবে।

